06:23pm Monday, 01 Mar 2021 ||
||
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() আপনার চোখের রঙ যে আপনার চরিত্রের প্রতিফলন করে তা কি আপনি জানেন? যেমন বাদামী রঙের চোখ যেসব মেয়েদের তারা সাধারণত নীল চোখের মেয়েদের চেয়ে বেশি বিশ্বস্ত হয়, চেক প্রজাতন্ত্রের চার্লস্ ইউনিভার্সিটিতে সাম্প্রতিক গবেষণায় এমনই তথ্য পাওয়া গিয়েছে।
এই গবেষণায় অংশগ্রহণকারীদেরকে বলা হয়েছিল পুরুষ এবং মহিলাদের চোখের দিকে তাকিয়ে শুধুমাত্র চেহারার আকার এবং তাদের বিশ্বস্ততা রেটিং করতে।
অংশগ্রহণকারীদের বেশির ভাগেরই মনে হয়েছে বাদামী চোখের মেয়েরা বেশি বিশ্বস্ত নীল চোখের মেয়েদের থেকে৷
আবার পুরুষদের ক্ষেত্রে চেহারার আকৃতি বিশ্বস্ততার নির্দেশক হিসাবে কাজ করেছে। অংশগ্রহণকারীরা বলেন, তারা সেইসব পুরুষকে বেশি বিশ্বস্ত মনে করেন যাদের চেহারা গোলাকৃতির এবং মুখমন্ডল বড়। অপর দিকে ছোট্ট চেহারার পুরুষরা তুলনামূলক কম বিশ্বস্ত।
এইক্ষেত্রে দেখা যাচ্ছে চেহারার আকৃতি মেয়েদের বিশ্বস্ততায় কোনো প্রভাব ফেলে না, কিন্তু পুরুষদের ওপর প্রভাব বোশি করে ফেলে।
গবেষণায় কেন এইরকম ফলাফল এসেছে তা আমরা বলতে পারবোনা এবং এর ভিত্তিতে কাউকে পরিমাপও করা ঠিক না। তবে এই নতুন তথ্যে অনেকেরই আগ্রহ থাকতে পারে৷-ওয়েবসাইট।
|
মনোকথা
|
Editor : Husnul Bari Address : 8/A-8/B, Gawsul Azam Super Market, Newmarket, Dhaka-1205 Contact : 02-9674666, 01611504098 Powered by : Digital Synapse
|