05:24pm  Sunday, 17 Oct 2021 || 
 ||


গাজা পুরুষের শুক্রানুর আকার ও আকৃতিতে ব্যাপকভাবে প্রভাব ফেলে। গাজা সেবন করলে পুরুষের বাবা হওয়ার সম্ভাবনাকে কমিয়ে দেয় অনেক গুণ। অনেক সময় এর দায় গিয়ে পড়ে স্ত্রীর ওপর। এর ফলে দাম্পত্য জীবনে অশান্তি বয়ে আনতে পারে।খবর টাইমস অব ইন্ডিয়ার। যুক্তরাষ্ট্রের সেফিল্টড এবং ম্যানচেস্টারের কয়েকটি বিশ্ববিদ্যালয় পরিচালিত এক গবেষণা রিপোর্টে এ বিষয়টি উঠে আসে। রিপোর্টে দেখা যায়, পুরুষের জীবনযাপন পদ্ধতি শুক্রাণুর ওপর প্রভাব ফেলে। গবেষকরা ১৪টি ফার্টিলিটি ক্লিনিক থেকে ২ হাজার ২৪৯ জন পুরুষকে বেছে নেন এবং তাদের মেডিক্যাল ইতিহাস লিপিবদ্ধ করেন। স্পার্ম মর্ফোলজিতে এসব পুরুষদের স্পার্ম সংগ্রহ করে পরীক্ষা করা হয়। তারা ৩১৮ জন পুরুষের শুক্রাণু নেন যাদের ৪ শতাংশয়েরও কম সংখ্যকের শুক্রাণু আদর্শ মাপে ছিলো। এ ছাড়া ১ হাজার ৬৫২ জন পুরুষকে আলাদাভাবে নিয়ন্ত্রিত পরিবেশে রেখে তাদের শুক্রাণু পরীক্ষা করা হয়। এদের শুক্রাণু আদর্শ অবস্থায় পাওয়া গেছে। এদের মধ্যে যারা গাঁজা নিতেন তাদের স্পার্মের আদর্শ অবস্থা নষ্ট হয়ে যায়। অন্যদিকে ভালো শুক্রাণু উৎপন্ন হয় যারা আদর্শ জীবনযাপন করেছেন।

 

স্বাস্থ্যEditor : Husnul Bari
Address : 8/A-8/B, Gawsul Azam Super Market, Newmarket, Dhaka-1205
Contact : 02-9674666, 01611504098

Powered by : Digital Synapse