06:20am Friday, 16 Apr 2021 ||
||
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() আজ ২৭ নভেম্বর শুক্রবার জাতীয় নেতা মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশের ১১৫তম জন্মদিবস। এই মহান জাতীয় নেতা পৌনে এক শতাব্দীর বেশি সময় ধরে এ উপমহাদেশের রাজনৈতিক অঙ্গনে হীরণময় দ্রুতিতে উদ্ভাসিত করে রেখেছিলেন। তার জীবন ছিল গণমানুষের কল্যাণে নিবেদিত। জাতি ও দেশের সঙ্কটে-সন্ধিক্ষণে তার নির্ভীক নেতৃত্ব ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়ের সংযোজন করেছেন।
মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ স্কুলে অধ্যয়নরত শৈশবকাল থেকেই সমাজ এবং দেশের সর্বপ্রকার সঙ্কটের বিরুদ্ধে এক অভূতপূর্ব ভূমিকা রেখেছেন। খেলাফত ও অসহযোগ আন্দোলন, স্বাধীনতার রক্তসিঁড়ি সলঙ্গা বিদ্রোহ, জমিদারী প্রথা উচ্ছেদ, বর্গা প্রথার সংস্কার, অবৈতনিক প্রাথমিক শিক্ষা, ঋণশালিসি বোর্ড প্রণয়ন মাওলানা তর্কবাগীশের এক অবিস্মরণীয় কাজ।
মহান ভাষা আন্দোলন, সুমহান স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনে যায় অপরিসীম অবদান বাংলাদেশের ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে। এই মহাপুরুষের জন্মবার্ষিকী বিভিন্ন সংগঠন যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের কর্মসূচি গ্রহণ করেছে।
এ মহান নেতার জন্মভূমি সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলঙ্গায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পারিবারিকভাবেও মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। ঢাকায় শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে বাংলাদেশ গণআজাদী লীগ ও তার অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে মাজার জিয়ারত, পুষ্পার্ঘ প্রদান, দোয়া ও মিলাদের কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়াও মরহুমের নিজ এলাকা সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক কলম সৈনিক ক্রোড়পত্র প্রকাশ করেছে।
২৯ নভেম্বর বিকেল ৫টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে উদীয়মান বাংলাদেশের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ৩০ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় সেগুনবাগিচা চাইনিজ রেস্টুরেন্ট ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
|
ঐতিহ্য
|
Editor : Husnul Bari Address : 8/A-8/B, Gawsul Azam Super Market, Newmarket, Dhaka-1205 Contact : 02-9674666, 01611504098 Powered by : Digital Synapse
|