05:32am Friday, 16 Apr 2021 ||
||
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের বহরে অত্যাধুনিক এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ যুক্ত হয়েছে। উড়োজাহাজটি ৬৮টি আসন বিশিষ্ট এবং ফ্রান্স এবং ইতালির যৌথ প্রযুক্তিতে তৈরি।
মঙ্গলবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণ করে। পরে নতুন এ বিমানটিকে উষ্ণ অভিবাদন প্রদান করা হয়।
এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তপক্ষ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় ও নভোএয়ারের উচ্চ পদস্থ কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানুয়ারি ২০১৬ সালের মধ্যে আরও ২টি নতুন এটিআর ৭২-৫০০ মডেলের বিমান নভোএয়ার বহরে যুক্ত হবে। বহরে বিমানের সংখ্যা দাড়াবে ৬টিতে। উক্ত নতুন উড়োজাহাজ দিয়ে সৈয়দপুর, রাজশাহী, বরিশাল এবং আন্তর্জাতিক রুটে গৌহাটিতে যাত্রী সেবায় ব্যবহার হবে।
নভোএয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সকল নিয়ম নীতি অনুসরণ করে সাফল্যের সাথে গত তিন বছর ধরে যাত্রী সেবার সর্বোচ্চ মান ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করে আসছে।
বর্তমানে নভোএয়ার Embraer উড়োজাহাজ এর মাধ্যমে অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, ও আন্তর্জাতিক রুটে ইয়াঙ্গুন যাত্রী পরিবহন করছে।
এছাড়াও নভোএয়ার সেবা দিয়ে ৯৭.৭% যাত্রীর সন্তুষ্টি এবং সময়মত আগমন ও বহির্গমনের ৯৮.৩% নিশ্চয়তা প্রদান করে আসছে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ১৩৬০৩ অথবা ০১৭৫৫৬৫৬৬৬০-১ অথবা flynovoair.com.
|
ভ্রমন
|
Editor : Husnul Bari Address : 8/A-8/B, Gawsul Azam Super Market, Newmarket, Dhaka-1205 Contact : 02-9674666, 01611504098 Powered by : Digital Synapse
|