04:49am Friday, 16 Apr 2021 ||
||
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() নতুন চমক নিয়ে এলো দেশের বাংলা ও ইংরেজি ভাষায় তথ্য অনুসন্ধানে সক্ষম দেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপীলিকা (www.pipilika.com)।
দেশের মানুষকে সেবা দেয়ার লক্ষ্যে এবার পিপীলিকার ওয়েবসাইটে যুক্ত হলো নতুন ৬টি ফিচার। বৃহস্পতিবার বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করে নতুন এসব সেবার বিস্তারিত তুলে ধরেন জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
নতুন যুক্ত হওয়া ফিচারগুলো দেশের মানুষকে জানিয়ে দেয়ার জন্য ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যাপক জাফর ইকবাল বলেন, যুক্ত হওয়া ফিচারগুলো হলো পিপীলিকা সাম্প্রতিক সংবাদ, পিপীলিকা লাইব্রেরি, পিপীলিকা কেনাকাটা, পিপীলিকা জব সার্চ, বাংলা বানান সংশোধনী ও শব্দকল্প দ্রুম।
জাফর ইকবাল বলেন, দেশের মানুষের কথা চিন্তা করে ফিচারগুলো তৈরি করা হয়েছে। প্রত্যেকটি ফিচার তথ্যসমৃদ্ধ। একটি নির্দিষ্ট ফিচারে ঢুকলে সে সম্পর্কিত যেসব তথ্য, ঠিকানা আছে তা দেখা যাবে।
দেশের নিজস্ব একটি সার্চ ইঞ্জিন থাকা উচিত এমন মন্তব্য করে জাফর ইকবাল বলেন, শুদ্ধ বাংলা ভাষা শেখার জন্য পিপীলিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভুল বানান লিখে সার্চ করলেও বাংলা একাডেমি প্রণীত বাংলা অভিধানে অন্তর্ভুক্ত সকল শব্দের উপর ভিত্তি করে সঠিক শব্দটি দেখাবে বানান সংশোধনীর এই ফিচারটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইনসিটিটিউড অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. শহীদুর রহমান, পিপীলিকা প্রকল্পটির প্রজেক্ট ম্যানেজার ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আবু নাসের, পিপীলিকা টিমের সমন্বয়ক রুহুল আমীন সজীব।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৩ এপ্রিল বাংলা ও ইংরেজি ভাষায় তথ্য অনুসন্ধানে সক্ষম দেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপীলিকা আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের থিসিস প্রজেক্ট থেকেই ২০০৯ সালে পিপীলিকার কাজ শুরু হয়।
|
তথ্য ও প্রযুক্তি
|
Editor : Husnul Bari Address : 8/A-8/B, Gawsul Azam Super Market, Newmarket, Dhaka-1205 Contact : 02-9674666, 01611504098 Powered by : Digital Synapse
|