01:49pm Monday, 18 Jan 2021 ||
||
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() রাজধানীর শ্যামপুর শিল্প এলাকার ১৪টি প্রতিষ্ঠানকে পরিবেশ দূষণের দায়ে ১ কোটি ৪ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।সোমবার (২৯ আগস্ট) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।ফলে শ্যামপুর শিল্প এলাকার ওই ১৪ প্রতিষ্ঠানকে এ জরিমানা দিতে হবে।
২০১৪ সালে ২৩ জানুয়ারি হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে শ্যামপুর এলাকার শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেন হাইকোর্ট।পরে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর শ্যামপুর শিল্প এলাকার ১৪টি প্রতিষ্ঠানকে ১ কোটি ৪ লাখ টাকা জরিমানা করেন।
কিন্তু শ্যামপুর কদমতলীর শিল্প মালিক সমিতির এক আবেদনের প্রেক্ষিতে ২০১৫ সালে ওই জরিমানার আদেশ স্থগিত করে দেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ।স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ।
সোমবার সেই আবেদনের শুনানি নিয়ে জরিমানার আদেশ বহাল রাখেন সর্বোচ্চ আদালত।আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
|
অপরাধ জগত
|
Editor : Husnul Bari Address : 8/A-8/B, Gawsul Azam Super Market, Newmarket, Dhaka-1205 Contact : 02-9674666, 01611504098 Powered by : Digital Synapse
|