02:14pm Monday, 18 Jan 2021 ||
||
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপে দারুণ পারফরম্যান্স করে আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো তারা এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।
গেল কয়েক বছর ধরে তারা বিনা বেতনে খেললেও এখন থেকে তাদের বেতনের ব্যবস্থা করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শুক্রবার বাফুফের কার্যনির্বাহী কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া আরো বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন এই পরিকল্পনা যেকোনো মূল্যে অব্যহত রাখার ঘোষনা দেন।
বাফুফের কার্যনির্বাহী কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো মধ্যে উল্লেখযোগ্য হল-
১. অনূর্ধ্ব-১৬ দলের মেয়েদের বেতন ভাতার ব্যবস্থা করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
২. ২০১৭ সালের ৯ থেকে ২৩ সেপ্টেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের মূলপর্ব। আর এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ ১৬ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। যেটা চলবে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
৩. প্রশিক্ষণ ক্যাম্পে প্রাথমিকভাবে ২৩ জন খেলোয়াড় নেওয়া হলেও আরো ৫ জন খেলোয়াড় যুক্ত হতে পারে।
৪. প্রশিক্ষণ ক্যাম্পে থাকা খেলোয়াড়দের থাকা খাওয়ার ব্যবস্থা করছে বাফুফে।
৫. এএফসি চ্যাম্পিয়নশিপের আগে জাপান, চীন ও কোরিয়ায় কমপক্ষে পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
৬. অনূর্ধ্ব-১৬ দলের খেলোয়াড়রা এখনো ছাত্র। তাই তাদের লেখাপড়ার বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে বাফুফে। তাদের জন্য ইংরেজি, গণিত ও অন্যান্য বিষয়ের শিক্ষকের ব্যবস্থা করবে বাফুফে। পরীক্ষার সময় তাদের বাফুফের ব্যবস্থাপনায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। খেলোয়াড়রা তাদের নিজ নিজ স্কুলের হয়ে পরীক্ষায় অংশ নেবে।
৭. খেলোয়াড়দের বাবা-মায়ের সঙ্গে একটি চুক্তি করবে বাফুফে।
৮. যেহেতু এক বছরের প্রশিক্ষণ ক্যাম্প তাই খেলোয়াড়দের জন্য প্রতি দেড় মাস পর পর প্যারেন্টস ডে রাখবে বাফুফে। সেদিন খেলোয়াড়দের বাবা-মা তাদের সঙ্গে বাফুফে ভবনে দেখা-সাক্ষাত করতে পারবেন।
৯. ক্যাম্প চলাকালীন সময়ে খেলোয়াড়দের আসা-যাওয়ার জন্য যানবাহনের ব্যবস্থা করবে বাফুফে।
১০. অনূর্ধ্ব-১৬ দলের জন্য একজন ট্রেনার ও ফিজিও নিয়োগ দেওয়া হবে।
|
খেলাধুলা
|
Editor : Husnul Bari Address : 8/A-8/B, Gawsul Azam Super Market, Newmarket, Dhaka-1205 Contact : 02-9674666, 01611504098 Powered by : Digital Synapse
|