05:18am Friday, 16 Apr 2021 ||
||
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চতুর্থ আসর। এবারের আসরের সম্প্রচার স্বত্ব হারিয়েছে চ্যানেল নাইন। তাই কে পাচ্ছে চতুর্থ আসরের সম্প্রচার সত্ত্ব? চ্যানেল নাইনের পরিবর্তে নতুন সম্প্রচার সত্ত্ব কে পেতে যাচ্ছে সেটি জানতে অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহ পর্যন্ত।ইতিমধ্যে তিনটি চ্যানেল আগ্রহ প্রকাশ করেছে বিপিএলের সম্প্রচার স্বত্ব কেনার ব্যাপারে। তবে এখনও সবকিছু চূড়ান্ত হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিপিএল) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ প্রসঙ্গে বলেন, ‘আগামী সপ্তাহে এই ব্যাপারে জানানো সম্ভব হবে।’ উল্লেখ্য এর আগে বিসিবির সঙ্গে তিন বছরের চুক্তি ছিল চ্যানেল নাইনের। তবে চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ করতে না পারায় তাদের সাথে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ঈদেরর আগে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে শেখ সোহেল এই প্রসঙ্গে বলেছিলেন, ‘চ্যানেল নাইনকে এ ব্যাপারে কয়েকদফা সতর্ক করা হয়েছে। কিন্তু তারা অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। তাই আমরা চ্যানেল নাইনের সঙ্গে এই বছরসহ চার বছরের চুক্তি বাতিল করতে যাচ্ছি।’
|
খেলাধুলা
|
Editor : Husnul Bari Address : 8/A-8/B, Gawsul Azam Super Market, Newmarket, Dhaka-1205 Contact : 02-9674666, 01611504098 Powered by : Digital Synapse
|