01:25pm Monday, 18 Jan 2021 ||
||
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() আগামী অক্টোবর মাসের মধ্যেই এপিআই শিল্পপার্কে প্লট বরাদ্দ সম্পন্ন হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
রোববার শিল্প মন্ত্রণালয়ে বিসিকের আওতায় বাস্তবায়নাধীন ওষুধ শিল্পনগরী প্রকল্পের (এপিআই শিল্প পার্ক) অগ্রগতি পর্যালোচনা সভা শেষে শিল্পমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
আমু বলেন, প্লট বরাদ্দের পরপরই শিল্প নগরীতে ওষুধের কাঁচামাল উৎপাদনের কারখানা স্থাপন শুরু হবে। এর ফলে ওষুধ শিল্পের কাঁচামাল খাতে আমদানি খরচ ৭০ শতাংশ কমবে।
বৈঠকে ওষুধ শিল্পনগরীর কার্যক্রম দ্রুত চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় শিল্পনগরিতে ৪২টি শিল্প ইউনিটের অনুকূলে প্লট বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া শিল্প উদ্যোক্তাদের নিজস্ব অর্থায়নে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার স্থাপনের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে ওষুধ শিল্প উদ্যোক্তারা বরাদ্দপ্রাপ্ত প্লটের বিপরীতে মূল্য পরিশোধের সময়সীমা বৃদ্ধি এবং সার্ভিস চার্জ কমানোর জন্য শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। জবাবে বরাদ্দ দেওয়া প্লটের মূল্য পরিশোধের সময়সীমা পাঁচ বছরের পরিবর্তে ১০ বছর করেন শিল্পমন্ত্রী। একই সঙ্গে বিসিক নির্ধারিত সার্ভিস চার্জ ২০ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ১২ শতাংশ নির্ধারণ করেন। এর ফলে পরিবেশবান্ধব এ শিল্পনগরীর কার্যক্রম দ্রুত শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ওষুধ শিল্প মালিক সমিতির সদস্যরা শিল্পমন্ত্রীর এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন।
শিল্পমন্ত্রী বলেন, ওষুধ শিল্প বাংলাদেশে একটি উদীয়মান শিল্পখাত হিসেবে আত্মপ্রকাশ করেছে। বাংলাদেশে উৎপাদিত ওষুধ এরই মধ্যে বিশ্বের ১৩৩টি দেশে রপ্তানি হচ্ছে। স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ পেটেন্টেড ওষুধ উৎপাদনের জন্য ডব্লিউটিও থেকে ২০৩৩ সাল পর্যন্ত ছাড় পেয়েছে।
এ সুযোগ কাজে লাগাতে তিনি দ্রুত এপিআই শিল্পপার্ক বাস্তবায়নে এগিয়ে আসতে উদ্যোক্তাদের সহায়তা কামনা করেন। এটি বাস্তবায়িত হলে, ওষুধ শিল্পখাতে আমদানি ব্যয় সাশ্রয়ের পাশাপাশি রপ্তানি আয় বাড়বে বলে তিনি জানান।
বর্তমানে দেশের ওষুধ শিল্পে প্রায় ৯ হাজার কোটি টাকার ওষুধ উৎপাদন হচ্ছে। এ উৎপাদন থেকে অভ্যন্তরীণ চাহিদার ৯৭ শতাংশ মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে। এপিআই শিল্পপার্ক স্থাপন করা হলে, ওষুধ শিল্পের কাঁচামালের দেশীয় চাহিদার ৭০ শতাংশ যোগান দেওয়া সম্ভব হবে।
বৈঠকে সিনিয়র শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি, বিসিকের নব নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান মুস্তাক হাসান মোহাম্মদ ইফতেখার, বাংলাদেশ ঔষধ শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সফিউদ্দিনসহ শিল্প মন্ত্রণালয় ও বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সমিতির অন্য সদস্যরা ছিলেন।
|
শিল্প - সাহিত্য
|
Editor : Husnul Bari Address : 8/A-8/B, Gawsul Azam Super Market, Newmarket, Dhaka-1205 Contact : 02-9674666, 01611504098 Powered by : Digital Synapse
|