03:13am  Tuesday, 07 Dec 2021 || 
 ||


মিয়ানমারে রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর নির্যাতনের বিষয়টি ভাবিয়ে তুলেছে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলিকে। এ নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। একই সঙ্গে রোহিঙ্গাদের অবস্থা স্বচক্ষে দেখতে বাংলাদেশ সফর করার পরিকল্পনা করেছেন জোলি। কানাডার ভ্যাঙ্কুভারে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের এক সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক শুভেচ্ছাদূত জোলি। জোলি তার বক্তব্যে মিয়ানমারে সেনাবাহিনীর অভিযান ও সেখানকার সহিংস ঘটনায় প্রাণভয়ে বাংলাদেশে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে তাদের বিষয়ে কথা বলেন। বিশেষ করে তিনি নারী ও শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনার চরম নিন্দা জানান। বাংলাদেশের প্রতিনিধিকে জোলি জানিয়েছেন, নির্যাতিত রোহিঙ্গাদের দেখতে আসার পরিকল্পনা তার রয়েছে এবং জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের সম্মেলনের বক্তব্যেও তিনি সেটি উল্লেখ করবেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে জানানো হয়েছে, এর আগে 'সেক্সুয়াল এক্সপ্লয়টেশন এন্ড অ্যাবিউজ' বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমানের সঙ্গে একটি বৈঠক করেন অ্যাঞ্জেলিনা জোলি। জোলি যেন রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর যৌন নিগ্রহ ও অত্যাচারের বিরুদ্ধে কথা বলেন সেই আহ্বান জানানো হয় ওই বৈঠকে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ যে মানবিক পদক্ষেপ নিয়েছে সেটার ভূয়সী প্রশংসা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি।

 

আন্তর্জাতিকEditor : Husnul Bari
Address : 8/A-8/B, Gawsul Azam Super Market, Newmarket, Dhaka-1205
Contact : 02-9674666, 01611504098

Powered by : Digital Synapse